নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের বহিরাগত নেতারা এসে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
তিনি বলেন, রাজধানীসহ অন্যান্য জায়গা থেকে বহিরাগতদের নারায়ণগঞ্জে যাওয়া এবং তাদের বক্তব্য পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছে।
প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিএনপির লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতা নির্বাচনকে প্রভাবিত করছেন।
শুক্রবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের অনেক সক্রিয় নেতাকর্মীকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর নাম দিয়ে টেলিফোন করা হচ্ছে। এমনকি প্রতিদিন ৮-১০টি গাড়ি নিয়ে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজা হচ্ছে। আমরা গ্রেপ্তার এড়িয়ে নির্বাচন করার চেষ্টা করছি।
এসময় তিনি নারায়ণগঞ্জের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আন্তর্জাতিক ও জাতীয় সংবাদমাধ্যম, মানবাধিকার সংস্থা এবং বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।