সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম জানা গেছে। তার নাম থমাস ম্যাথু ক্রুকস। সে ২০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ তরুণ। সন্দেহভাজন ওই হামলাকারী ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
একাধিক মার্কিন সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানায়, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি এআর-ফিফটিন স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে।
এফবিআই আরও জানায়, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনও হামলার কারণ জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প লিখেছেন, ‘আচমকা আমি শব্দ শুনি, আর তখনই বুঝতে পারি যে অঘটন ঘটেছে। অনুভব করি গুলি আমার ডান কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।’
বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা ঘটে। বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন নিহত হয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত