খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।
বরিশাল সিটিতে মেয়র পদে ৭ জন, ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮০ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে হাতপাখার প্রার্থী দলবল নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে গেলে নৌকার নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়েছে। এছাড়া তেমন কোনো সংঘর্ষের কথা শোনা যায়নি।
অন্যদিকে খুলনায় মেয়র পদে পাঁচজন, ২৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুইজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা ইভিএমে ভোট দেন।
খুলনা সিটি নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।