পটুয়াখালীর বাউফল উপজেলায় বিয়ে বাড়ির খাবারে সালাদ না দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিন ঘণ্টাব্যাপী চলা তুমুল এ সংঘর্ষে কনে এবং বরের আত্মীয়স্বজনসহ ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কুম্ভখালী গ্রামের মো. নিজামের ছেলে মেহেদীর সঙ্গে একই গ্রামের এক মেয়ের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার ছেলে পক্ষ মেয়ে বাড়ির অনুষ্ঠানে আসে। এ সময় খাবারে সালাদ না দেওয়ায় মেয়ে পক্ষের সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। এরই জেরে উভয়পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।
বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত