জমি নিয়ে বিরোধ: ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

20

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা মাহফুজুল হক ওরফে ইরিন সর্দার (৬২) নিহত হয়েছেন। শনিবার উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাককোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার বিকাল ৬টার দিকে ইরিন সর্দার এবং তার ভাতিজা মামুন ও সুমনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুন-সুমন ইরিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।

লাঠির আঘাতে সে গুরুতর আহত হলে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মৃত্যু হয়।

নিহতের স্বজনরা বলেন, জমি নিয়ে তার ভাতিজাদের সঙ্গে পূর্বে কখনও বিরোধ ছিল না। শনিবার বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে ভাতিজারা তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তিনি আরও বলেন, হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়েই আমিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে শনিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।