পিরোজপুরের নাজিরপুরে এসিল্যান্ডের ঘুষের রেট নির্ধারণ করে দেওয়ার আলোচিত ঘটনায় এবার প্রশাসনের শক্ত ভূমিকায় এবং উপযুক্ত তদন্তের ভিত্তিতে দুইজন স্টাফকে জেলার বাইরে শাস্তিমূলক বদলি করা হয়েছে।
বুধবার বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক আদেশে তাদের আগামী সোমবার (২ অক্টোবর) এর মধ্যে বদলিকৃত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার অদেশ দেওয়া হয়।
আদেশ সূত্রে জানা যায়, ইন্দুরকানী ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার মারুফ হাওলাদারকে বরিশাল জেলার হিজলাতে এবং নাজিরপুর ভূমি অফিসের মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী মফিজুল ইসলামকে ভোলা জেলার মনপুরা ভূমি অফিসে বদলি করা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাজিরপুর ভূমি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সাময়িক ভাবে বরখাস্ত হওয়া এসিল্যান্ড মাসুদের ঘটনায় মারুফ হাওলাদার ও মফিজুল ইসলামের অপরাধের সম্পৃক্ততা মিলেছে। তাই তাদের বদলি করা হয়েছে। অপরাধ চূড়ান্ত প্রমাণ হলে দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত