দেশ-বিদেশে ঘুরতে মন চাইলেও বাজেট স্বল্পতা অনেকেরই প্রধান অন্তরায়। সেক্ষেত্রে মালয়েশিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড ঘুরতে যাওয়া তো আরও অনেক ব্যয়বহুল বিষয়। এখানেও লাখ লাখ টাকা যোগাড় করতে না পারায় বহু ভ্রমণপ্রেমীর এসব দেশ ভিজিট করার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কম খরচে মাত্র এক লাখ টাকার মধ্যে ভ্রমণপ্রেমীদের এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে ‘ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলস’।
ফ্লাইবিডি মাত্র ৯৯ হাজার ৯৯৯ টাকায় সাজিয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ভ্রমণের এক অবিশ্বাস্য প্যাকেজ। ৬ রাত ৭ দিনের এই প্যাকেজে রিটার্ন এয়ার টিকেট, ব্যাংকক-কুয়ালালামপুর-সিঙ্গাপুরের হোটেল ভাড়া, ব্যাংকক-কুয়ালালামপুরে ডেইলি ব্রেকফাস্ট, তিন দেশের এয়ারপোর্ট টু হোটেল টু এয়ারপোর্ট যাতায়াত খরচ অন্তর্ভূক্ত রয়েছে। তবে ভিসা খরচ, দুপুর ও রাতের খাবার, প্যাকেজের বাইরের সাইটসিয়িং এবং ব্যক্তিগত খরচ প্যাকেজের অন্তর্ভূক্ত নয়।
ফ্লাইবিডি ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলসের সিইও শামসুজ্জামান নাঈম বলেন, দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি অনেকেই বিদেশেও ভ্রমণ করতে চান। তবে বাজেট স্বল্পতায় অনেকেরই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা কম খরচের এই প্যাকেজটি সাজিয়েছি। এর মাধ্যমে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো ব্যয়বহুল তিনটি দেশ মাত্র ৯৯ হাজার ৯৯৯ টাকায় ভ্রমণ করা যাবে।
তিনি জানান, বুকিংসহ এ সংক্রান্ত সকল বিষয়ে ০১৯১৬-৭৩৩০৯০ (হোয়াটসঅ্যাপ), ০১৩২৬-২৩৯৮১৩, ০১৩২৬-২৩৯৮১৪, ০১৩২৬-২৩৯৮১৫ নাম্বারে এবং flybddac@gmail.com ইমেইল, ফেসবুক পেজ https://www.facebook.com/flybddac যোগাযোগ করা যাবে। এছাড়াও ফ্লাইবিডির অফিস ঠিকানা ‘৪৭৬/সি/১ (তৃতীয় তলা), ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা’য় সরাসরি যে কেউ যোগাযোগ করতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত