এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। গতকাল শেষ হওয়া আসরে ৬ ইনিংসে ২৯৬ রান করেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মত সর্বোচ্চ স্কোরার হয়ে রেকর্ড গড়লেন কোহলি।
এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে ৬ ইনিংসে ১০৬ দশমিক ৩৩ গড়ে সর্বোচ্চ ৩১৯ রান করেছিলেন কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড এখন কোহলির দখলে। শ্রীলংকার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনেকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হন কোহলি।
অষ্টম বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বে পাকিস্তান-নেদারল্যান্ডস-বাংলাদেশের এবং সেমিফাইনালে ইংল্যান্ডসহ মোট ৪টি হাফ-সেঞ্চুরি করেন কোহলি। মেলবোর্নে পাকিস্তাানের বিপক্ষে অপরাজিত ৮২ রান এবারের আসরে কোহলির সেরা ইনিংস। কোহলির ঐ অবিশ্বাস্য ইনিংসের সুবাদে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছিলো ভারত।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত