স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ

আবদুর রহমান নোমান:
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি সকাল ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার হাজার হাজার শিক্ষক শিক্ষিকার অবস্থান কর্মসূচী চলাকালীন বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত হন।

এসময় বক্তারা বলেন, এদেশে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করণ করেছে। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ তো ভালো কথা এমপিওভুক্ত পর্যন্ত করেনি। ১৯৮৪ সাল থেকে প্রায় ৩৯ বছর বিনা বেতনে শিক্ষকরা চাকরি করে আসছে।

প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, আপনি এ দেশের বৈষম্য দূর করার মূল কারিগর তাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বৈষম্য দূর করে দ্বীনি শিক্ষা বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করি।

বক্তারা আরো বলেন, ১৯৮৪ সাল থেকে এ পর্যন্ত বহু শিক্ষক বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় চাকরি করে মৃত্যুবরণ করেছেন বা চাকরীর বয়সসীমা অতিক্রম করে বৃদ্ধ অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছেন। এদের অভিশাপ ও আল্লার কাছে এই বৈষম্য মানবাধিকার লঙ্ঘনের জবাব দিতে হবে।