২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে লুটপাটের স্মার্ট বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীতে নিজ বাসায় বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ক্ষমতাসীনরা অর্থনীতিতে লুটপাটের যে মডেল তৈরি করেছে, বিগত বছরগুলোর মতো এবারের বাজেটেও তার প্রতিফলন ঘটেছে। বিগত বছরের বাজেটের সঙ্গে এবারের বাজেটের খুব একটা পার্থক্য নেই। পার্থক্য শুধু এখানেই যে—লুটপাট ও সাধারণ মানুষের কষ্ট আগের চেয়ে আরও বাড়বে।
আমির খসরু আরও বলেন, প্রস্তাবিত বাজেট অবশ্যই স্মার্ট বাজেট। এতটাই স্মার্ট যে, লক্ষ লক্ষ কোটি টাকা সরকার বা তার দলের লোকজন পাচার করতে পারবে। এতে তারা স্মার্টলি ব্যাংক লুটপাট, সিন্ডিকেট পরিচালনা, জনগণের সম্পদ লুট করতে পারবে। সে কারণেই এই বাজেট স্মার্ট, এতে কোনো সন্দেহ নেই।
বিএনপির এই নেতা বলেন, পার্থক্য হচ্ছে একটাই-লুটপাটের সংখ্যাটা বাড়ছে, মানুষের কষ্ট বাড়ছে, দরিদ্রের সংখ্যা বাড়ছে। এই নীতির কারণে দেশের সাধারণ মানুষ আরও দরিদ্র হচ্ছে, তাঁদের পকেট ভর্তি হচ্ছে।
‘বাজেট সরকার দিচ্ছে নাকি আইএমএফ দিচ্ছে’–এমন প্রশ্ন রেখে তিনি বলেন, এটাও দেখতে হবে যে, বাজেট কে দিচ্ছে। আইএমএফের শর্ত অনুযায়ী বাজেট দিলে সরকার লুটপাট করতে পারবে না। আর যদি আইএমএফের পরামর্শ অনুযায়ী বাজেট না করে সে ক্ষেত্রে আইএমএফের সাপোর্ট পাবে না।
তিনি বলেন, বড় আকারের বাজেট দিয়ে মূলত ঋণ নিয়ে ঘি খাচ্ছে সরকার, এর বোঝা জনগণকে বহন করতে হবে। তারা ঋণের মাধ্যমে লুটপাটের যে অর্থনীতি সৃষ্টি করেছে, শুধু এখন নয়, আগামী প্রজন্মকেও এই দায় বহন করতে হবে।
বাজেট প্রতিক্রিয়ায় সরকারের সমালোচনা করে খসরু আরও বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে লুটপাটের যে অবস্থা আওয়ামী লীগ তৈরি করেছে, সেখান থেকে উদ্ধারে রাজনৈতিক সমাধান খুঁজতে হবে। এই সমাধান হলো এই সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত