রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন

হেলাল উদ্দিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী আদিয়া খাতুন (২৩) খুন হযেছেন। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী-২৫নম্বর রোহিঙ্গাশিবিরে ডি-৬ ব্লকের বাসিন্দা সমছু আলমের মেয়ে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী-২৫নম্বর রোহিঙ্গা শিবিরে ডি-৬ ব্লকের এ ঘটনাটি ঘটেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন আলীখালী-২৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নুরুল আমিন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রোহিঙ্গা শিবিরে একটি চায়ের দোকান রয়েছে নূর কামালের।হঠাৎ করে দোকান থেকে সে ঘরে যান। পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামীর উত্তেজিত হয়ে তার স্ত্রী আদিয়া খাতুনকে পেটের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন নূর কামালকে পালিয়ে যেতে দেখে তার ঘরের দিকে গিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় স্ত্রী আদিয়া খাতুন।।পরে আহত অবস্থায় আদিয়াকে উদ্ধার করে রোহিঙ্গাশিবিরে আইআরসি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।