রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরমধ্যে রাজশাহীতে মেয়র পদে তৃতীয়বারের মতো নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচিত হয়েছেন। সিলেটের মেয়র হয়েছেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
সোমবার ২১ জুন রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে দুই সিটিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোট গণনা শুরু হয় বিকেল ৫টা থেকে।
রাজশাহী ও সিলেটে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজশাহীতে সিটিতে এদিন এক হাজার ৮৬০ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন। অন্যদিকে সিলেট সিটিতে দু’হাজার ২৮০ জন আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন। এছাড়াও মাঠে ছিলেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
ইসির নিজস্ব পর্যবেক্ষক টিম ঢাকায় নির্বাচন ভবনে মনিটরিং সেল থেকে প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত