সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম ৩৫ দিন পর আজ রোববার শুরু হয়েছে। সম্প্রতি শপথগ্রহণ সম্পন্ন হলেও আজই প্রথমদিনের মতো বিচারিক কার্যক্রম শুরু করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এদিন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ আপিল বিভাগে বিচারিক কার্যক্রম শুরু করেন। গত ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করেন তিনি।
লম্বা ছুটির পর আজ রোববার আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত সর্বোচ্চ আদালত। গত ৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।
এ সময়ে জরুরি মামলা-সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি এবং বিচারিক কার্যক্রম পরিচালনা করতে হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে দেওয়া অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। আপিল বিভাগে জরুরি বিষয়াদি শুনানির জন্য চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রমে পরিচালিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত