নির্বাচন নিয়ে বিদেশ থেকে কোনো চাপ নেই বলে পুনর্ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, তারা (বিদেশিরা) শুধু জানতে চেয়েছেন ইসি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।
রবিবার (১৭ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলমগীর এসব কথা বলেন।
মো. আলমগীর বলেন, সেনাবাহিনী এবারের নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভূমিকা রাখবে। পুলিশ প্রশাসন, রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা মেনে তারা চলবে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ইসি বলেছে, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফতেহ মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জিএমপির পুলিশ কমিশনার মো. মাহবুব আলম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন, বিজিবি কমান্ডার রফিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম মো. কামরুল হাসানসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত