বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে এনজিও’র ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন মো. মাসুদ রানা নামের এক এনজিও কর্মী।
বৃহস্পতিবার (১৫জুন) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দক্ষিণ দিয়ারা কচুয়া গ্রামের এ ঘটনা ঘটে।
গ্রাম পুলিশ সদস্য ও স্থানীয়রা এনজিও কর্মীর ওপর হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এনজিও কর্মীকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও এনজিও সূত্র জানায়, উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের দক্ষিণ দিয়ারা কচুয়া গ্রামের মো. ইয়াসমিন আক্তার (২০) নামের এক গৃহবধু তেঁতুলিয়া সমবায় সমিতি নামে একটি এনজিও থেকে ৭ মাস আগে সাপ্তাহিক ৫০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর থেকে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছেন না ঋণগ্রহীতা। গত ৩ মাস ধরে পুরোপুরি কিস্তি পরিশোধ বন্ধ করে দিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ওই এনজিও’র কর্মী মো. মাসুদ রানা কিস্তির টাকার জন্য ইয়াসমিনদের বাড়িতে গিয়ে কিস্তির টাকা চাইলে ইয়াসমিনের স্বামী মো. ইসমাইল (২৩) বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এনজিও কর্মীকে কিল ঘুষি থাপ্পড় দেন। পরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে চাইলে এনজিও কর্মী দৌঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. হাবিব চৌকিদারসহ স্থানীয়রা ইসমাইলকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় সোপর্দ করেন।
এনজিও কর্মী মাসুদ রানা বলেন,‘ লোন নিয়ে কিস্তির টাকা পরিশোধ করছেন ইয়াসমিন আক্তার। কিস্তির টাকা চাইতে গেলে তার স্বামী দারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে ব্যাগে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন,‘ এনজিও কর্মীর ওপর হামলার অভিযোগে একজনকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থাণীয়রা। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।