নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত আগামী জাতীয় নির্বাচনের তফসিলের প্রতিবাদে আগামী সোমবার ১৮ ডিসেম্বর সারাদেশে হরতাল পালন করবে বিএনপি। ২৯ অক্টোবর থেকে এটি বিরোধী দলের চতুর্থ দফার হরতালের ডাক। এছাড়াও বিএনপির ১১ দফা অবরোধ পালনের ফলে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও অর্থনীতি ব্যাহত করেছে।
শনিবার ১৬ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, সোমবার সকাল ৬টায় শুরু হয়ে ওই দিন সন্ধ্যা ৬টায় শেষ হবে হরতাল। রিজভী দেশবাসী এবং বিএনপি ও অন্যান্য বিরোধী দলের সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।
তিনি বলেন, নতুন করে হরতাল কর্মসূচির উদ্দেশ্য হলো সরকারের ওপর চাপ সৃষ্টি করা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের মুক্তিদান।