ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সব জল্পনার অবসান হয়েছে। শরীকদের সাথে অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত বিজেপি’ই সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির এনডিএ জোটের চন্দ্রবাবু নাইডু’র এক্স পোস্টে এ তথ্য নিশ্চিত হয়েছে।
তিনি লিখেছেন, দেশের মানুষের জনরায়কে সম্মান জানিয়ে সমস্ত এনডিএ শরিক সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে জোটের নেতা হিসাবে মেনে নিয়েছি। দিল্লিতে একটি মিটিংয়ে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার যোগ্য নেতৃত্বে আমরা এটা নিশ্চিত করতে পারব যে আমাদের দেশ বিশ্বনেতা হিসাবে এগিয়ে যেতে পারবে।
এনডিএ কী করল
নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন বিজেপি নেতৃত্ব। সরকার গঠনের যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে চান তারা। ৮ জুন হতে পারে মোদীর শপথ।
মোদী কী লিখলেন?
এনডিএ বৈঠক শেষে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের এটা একটা জোট। আমরা জাতীয় উন্নতিতে ও আঞ্চলিক ইচ্ছা পূরণে কাজ করে যাব। আমরা ১৪০ কোটি ভারতবাসীর উন্নতিতে ও একটি বিকশিত ভারত তৈরিতে চেষ্টা চালিয়ে যাব। লিখেছেন মোদী। সেই সঙ্গে যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, মোদী, অমিত শাহ, জেপি নড্ডার সঙ্গে একই সারিতে নীতীশ কুমার, এন চন্দ্রবাবু নাইডু রয়েছেন।
ইন্ডিয়া জোটের মিটিংয়ে কী হল?
মিটিং শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছে। মানুষের জনরায় বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। তাদের ঘৃণা, দুর্নীতির বিরুদ্ধে এই জবাব। ভারতের সংবিধানকে রক্ষা করা, মূল্যবৃদ্ধিকে রুখে দেওয়া, বেকারত্ব ও পুঁজিবাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। গণতন্ত্রকে বাঁচানোর জন্য এই লড়াই। মোদীর নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াই জারি থাকবে। মোদী ব্র্যান্ড কার্যত শেষ। কিন্তু সরকার গঠনের রাস্তায় এখনই হাঁটতে নারাজ ইন্ডিয়া জোট। এমনটাই ইন্ডিয়া জোটের আলোচনায় উঠে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত