গণপদত্যাগ করলেন ন্যাশনাল পিপল্স পার্টির অসংখ্য নেতাকর্মী

অহিদুর রহমান: ন্যাশনাল পিপল পার্টি থেকে গণহারে অসংখ্য নেতাকর্মী পদত্যাগ করেছেন। দলের প্রেসিডিয়াম সদস্য ও এনপিপির নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চর মুখপাত্র (কাজী সাব্বির) এর নেতৃত্বে ১৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় নেতারা এনপিপি থেকে গণ-পদত্যাগ করেছেন।

এ সময় দলত্যাগী নেতারা জানান, রাজনীতি করি দেশের স্বার্থ রক্ষার জন্য। যে দলের রাজনীতিতে দেশ ও জনকল্যাণের প্রতি গুরুত্ব নাই, দেশপ্রেমিক রাজনীতিকগণ সে দল করতে পারে না। এনপিপিতে দলীয় নেতাকর্মীদের মতামত কে গুরুত্ব দেয়া হয় না। বরং কতিপয় তথা কথিত সিনিয়র রাজনৈতিকদের প্ররোচনায় দক্ষ ও নিষ্ঠাবান নেতৃবৃন্দের মর্যাদাহানি হয়। দলের প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ করেন দল ত্যাগী নেতারা।

স্বেচ্ছাচারিতার মাধ্যমে চেয়ারম্যান কর্তৃক একক সিদ্ধান্তে দল পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ন্যাশনাল পিপল্স পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন বলেন, দলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন যাবত ন্যাশনাল পিপল্স পার্টিতে কাজ করেছি। কিন্তু গত কাউন্সিলের পরে দলের প্রেসিডেন্ট তার আজ্ঞাবহ গুটিকয়েক নেতা নিয়ে দল পরিচালনা করেন।

দলের ত্যাগী ও নিষ্ঠাবান নেতাদের সিদ্ধান্তকে উপেক্ষা করেন। তিনি আরো বলেন, দলের প্রেসিডেন্টের স্বজনপ্রীতি, অনিয়ম, অসাধু নীতিহীনতা এবং স্বেচ্ছাচারিতার কারণে আমিসহ সারা দেশে অসংখ্য নেতাকর্মী ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছে।

তিনি আরো জানান, কেন্দ্রীয়ভাবে গণ-পদত্যাগের সূচনা করা হলো। শীঘ্রই সারাদেশে স্তরভিত্তিক কমিটি গুলো থেকে এনপিপির নেতাকর্মীরা পদত্যাগ করবেন।