খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতার বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (০৬ মে) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা মাহবুব কায়সারকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ না নিতে নির্দেশ করে ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তবে এ সময় সাবেক কাউন্সিলর বাড়িতে ছিলেন না। ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ১৪/১৫টি মোটরসাইকেলে অজ্ঞাত দুর্বৃত্তরা মাহবুব কায়সারের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও আসন্ন নির্বাচনে অংশ না নিতে হুমকি দেয়। তারা আকস্মিকভাবে বাড়ির মূল ফটক ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
স্থানীয় লোকজন খবর পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত শহর রক্ষা বাঁধ দিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সেখানে যান।
সাবেক কাউন্সিলর মো. মাহবুব কায়সার বিষয়টি নিশ্চিত করে বলেন, আকস্মিকভাবে সন্ত্রাসীরা আমাকে হুমকি-ধামকি দিয়েছে। নির্বাচনে অংশ নিলে শেষ করে দিবে বলে চিৎকার করেছে। তবে কারা এ ঘটনাটি ঘটালো এখনও বুঝতে পারছি না। আমি তাৎক্ষণিকভাবে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও সদর থানা পুলিশকে জানিয়েছি।
মেয়র বিষয়টি দেখবেন বলে আশ্বাস করেছেন। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত