দুর্নীতি দমন কমিশনের (দুদক)মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।
উল্লেখ্য, ২০১৭ সালের ১২ এপ্রিল সম্পদের হিসাব বিরণীতে তথ্য গোপনের অভিযোগে দুদক রমনা থানায় এ মামলা করে। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারাধীন। এ মামলায় ৩০ মে থেকে গ্রেপ্তার রয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, মিয়া গোলাম পরওয়ার সাবেক সংসদ সদস্য। রাষ্ট্রীয় পদ মর্যাদাক্রম অনুসারে তিনি কারাগারে ডিভিশন পান। কিন্তু ডিভিশন না দেয়ায় কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। এরপর আইনি নোটিশও দেয়া হয়। তাতে সাড়া না পেয়ে ৬ নভেম্বর হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট অবিলম্বে তাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত