নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১শরও বেশি মানুষ মারা গেছেন। উত্তর মধ্য নাইজেরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে নৌকার যাত্রীরা নাইজার প্রদেশ থেকে কোয়ারা রাজ্যে ফিরছিল। এসময়ে এটি ডুবে যায়।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেছেন, এ পর্যন্ত আমারা ১০৩ জনের মৃতদেহ পেয়েছি এবং একশরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।
কোয়ারা রাজ্য গভর্নরের কার্যালয় মৃতের সংখ্যার বিষয়ে কিছু উল্লেখ করেনি। তবে নৌকাযাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল বলে জানিয়েছে।
উল্লেখ্য, নাইজেরিয়ায় যাত্রী বোঝাইয়ের কারণে নৌকা উল্টে যাওয়ার ঘটনা খুবই সাধারণ বিষয়। নৌকা ডুবে যাওয়ার এটি সর্বশেষ ঘটনা।
গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে গেছে। নিখোঁজ হয়েছে আরো ২৫ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত