আফগানিস্তান সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। যেখানে রয়েছেন তামিম ইকবাল-মেহেদী মিরাজরা। দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবার অনুশীলন করেছে দল। এরপর গণমাধ্যমে কথা বলেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
এই সময়ে তারই স্বদেশী কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে কথা বলেন হেরাথ, 'আমরা একসাথে খেলেছি। ওর অধীনেও খেলেছি। আমাদের সম্পর্ক-বোঝাপড়া দারুণ। এই বোঝাপড়া থাকলে কাজ করা সহজ হয়ে যায়।'
হাথুরুর একটু কড়া হেড মাস্টার হিসেবেই পরিচিত। তার কোচিং নিয়ে হেরাথ বলেন, 'আমি জানি না কীভাবে আপনি এসব (কঠোর) মূল্যায়ণ করবেন। যখন আপনি নিজের লক্ষ্যের উপর কঠোর পরিশ্রম করবেন, তখন আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আমি মনে করি না সে কড়া মানসিকতার কেউ। সে সবসময় একজন যোদ্ধা, আমি তার এই মানসিকতা পছন্দ করি।'
এদিকে পার্টটাইম স্পিনারদের নিয়ে হেরাথ বলেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাটাররা কয়েক ওভার বল করে দেয়। যেমন শান্ত, এটা বোলিংয়ে অনেক বিকল্প তৈরি করবে। যখন অনেক বিকল্প থাকবে তখন ঠিক সমন্বয় মিলবে। আমি সব সময় হৃদয়, শান্তদের বোলিংয়ে দেখতে পছন্দ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাটাররা কয়েক ওভার বল করে দেয়। যেমন শান্ত, এটা বোলিংয়ে অনেক বিকল্প তৈরি করবে। যখন অনেক বিকল্প থাকবে তখন ঠিক সমন্বয় মিলবে। আমি সব সময় হৃদয়, শান্তদের বোলিংয়ে দেখতে পছন্দ করব।'
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত