বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, গত ৪ অক্টোবর জাতীয় পাওয়ার গ্রিডে বিপর্যয়ের পর থেকে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় পুনরায় চালু করা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, ‘ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ ক্ষমতায় পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।’
বিপিডিবির তথ্যে দেখা যায়, ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর দেশে প্রতিদিন প্রায় ১৪ হাজার মেগাওয়াটের বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১১ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট।
বিপিডিবি কর্মকর্তা বলেন, ‘এর ফলে পরিস্থিতি সামাল দিতে আমাদের প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।’
তিনি আরও উল্লেখ করেন, ঘোড়াশাল কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ ঢাকা শহরের চাহিদা মেটাতে প্রধান ভূমিকা পালন করে।
তিনি বলেন, ‘ঘোড়াশাল পুরোদমে চালু না হওয়া পর্যন্ত ঢাকার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত