গাইবান্ধা প্রতিনিধি
ফেসবুক ভিত্তিক ‘সেক্সি গ্রুপে’ টাইম পাস করার জন্য ডিভোর্সী বা বিধবা মহিলা খুঁজে পোস্ট দিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিএনপি নেতা মাসুদ প্রামানিক ওরফে মাসুদ মাস্টার। তিনি ওই উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নেতা। একইসাথে মাসুদ প্রামানিক ধাপেরহাট স্কুলের প্রধান শিক্ষক।
প্রিয়দেশ নিউজের কাছে আসা এক স্ক্রিনশটে দেখা যায়, ‘এক নারীর নগ্ন ছবি শেয়ার করে ওই গ্রুপে লিখেছেন, আমি বড় একা। আমার টাইম পাস করার জন্য একজন বিশ্বাসী ডিভোর্সী নারী বা বিধবা মহিলা প্রয়োজন। বয়স ৩০ বা ৩৫ এর মধ্যে হতে হবে। যদি এমন কোন ভদ্র ঘরের মহিলা থাকেন, তাহলে এই নাম্বারে ফোন বা মেসেজ দাও।’
বিএনপির ওই নেতা গ্রুপে দেওয়া পোস্টে আরও লিখেন, ‘অনেক ভদ্র ঘরের ডিভোর্সী ও বিধবা মহিলা আছেন, আর তারা আমার মতোই টাইম পাস করার জন্য একজন বিশ্বাসী মানুষ পাইতেছেন না, তাদেরকে বলছি যে, আমাকে ১০০% বিশ্বাস করতে পারবেন। যদি কথা বলতে বলতে বা টাইম পাস করতে করতে দুজনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাহলে বাকি জীবনটুকু একসাথে কেটে দিবো।’
বিএনপি নেতা মাসুদ প্রামাণিকের এমন লেখার পর তার পোস্টের নিচেই অনেকে ছিঃ ছিঃ বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় এলাকায়ও ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিএনপির নেতা এবং একজন প্রধান শিক্ষক হয়েও তিনি কীভাবে গ্রুপে এমনভাবে লিখতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে এবং কতটুকু নিরাপদ সেই বিষয়েও সমালোচনা শুরু হয়েছে।
এসব বিষয়ে মাসুদ প্রামাণিক ওরফে মাসুদ মাস্টারের মন্তব্য জানতে চাইলে প্রশ্ন শুনেই তিনি কল কেটে দেন। এরপর আরও কয়েকবার তার মোবাইলে কল দেওয়া হলেও তিনি আর কল ধরেননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত