টানা ৪৮ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়।
শুক্রবার ২৪ নভেম্বর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, আজ স্থানীয় সময় সকাল ৭টায় এবং বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হয় এই যুদ্ধবিরতি। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিন ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। পর্যায়ক্রমে মুক্তি পাবে মোট ৫০ জন জিম্মি।
মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি মুক্তির ক্ষেত্রে প্রাধান্য পাবেন নারী ও শিশুরা। বিশেষত একই পরিবারের সদস্য এমন ব্যক্তিদের মুক্তির ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ব্যাপারটি নিশ্চিত করে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে প্রতিদিন ৪ ট্রাক জ্বালানি ও দু’শতাধিক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে।
এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়, যেসব জিম্মি মুক্তি পাবেন তাদের খসড়া তালিকা তারা হাতে পেয়েছেন। এই ব্যাপারে ওইসব পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।