ভারি বর্ষণে সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা

25

ভারি বৃষ্টিপাতের কারণে রবিবার (২ জুলাই) সকাল থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পার্শ্ববর্তী উজানে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, সুরমা, পুরাতন সুরমা, সারি গোয়াইন, খোয়াই, যাদুকাটা, সোমেশ্বরী, ভোগাই ও কংসসহ এই অঞ্চলের কিছু নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। কারণ এখানে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদী স্থিতিশীল অবস্থায় রয়েছে, অন্যদিকে গঙ্গা নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে, যা আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকতে পারে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধির প্রবণতা রয়েছে।

সংলগ্ন উজানে ভারি বর্ষণের সম্ভাবনা থাকায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় যে কোনো সময় দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।

গত বছর, সিলেট জেলার বাসিন্দারা ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছিল। সেসময় জেলার ৭০ শতাংশ বন্যার পানির নিচে চলে গিয়েছিল এবং ১০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল।