খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণা শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে।
সোমবার খুলনা এবং বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় মধ্যরাতের পর কোনো প্রার্থীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ মে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে প্রার্থীদের প্রচারণা শুরু হয়। প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় দুই মহানগরীতে।
এরমধ্যে খুলনায় মেয়র পদে পাঁচজন, ২৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুইজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন। ২৮৯টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭৩২টি বুথে তারা ইভিএমে ভোট দেবেন।
অন্যদিকে বরিশাল সিটিতে মেয়র পদে ৭ জন, ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৮০ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত