বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পশু কোরবানি দিতে না পারলেও বছরে একবার ঈদুল আযহায় মাংস খাওয়ার সুযোগ পায় নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষেরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে চাল-ডাল, পিয়াজ-রসুন, তেল-মসলাদি কেনার সাধ্য নেই সমাজের দুস্থ ও অসহায় এ মানুষদের। এমন একজন হতদরিদ্র গৃহবধূ নুরজাহান বেগম(৬৫)। তার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে হাত বাড়িয়ে দিয়েছেন ‘বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেরার অ্যাসোসিয়েশন’ নামের একটি সামাজিক সংগঠন।
শুধু নুরজাহান বেগম নয়, বাউফল উপজেলার ৭০টি সুবিধাবঞ্চিত হতদরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছেন সংগঠনটি। ৫ টাকা নামমাত্র মূল্যে এসব মানুষের হাতে তুলে দিয়েছেন ইদ বাজার।
মঙ্গলবার (২৭জুন) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ৫ টাকায় হতদরিদ্র মানুষের মাঝে ইদ বাজার বিক্রি করেন ‘বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেরার অ্যাসোসিয়েশন’।
আয়োজকরা জানান, সংগঠনটি নিজস্ব অর্থায়নে সমাজের পিছিয়ে থাকা হতদরিদ্র মানুষের কাছে ৫ টাকায় ঈদ বাজার বিক্রির উদ্যোগ নেওয়া নেয়। যার মধ্যে রয়েছে ১ কেজি পলাউ চাল, আধা কেজি মুসরি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, আধা কেজি রসুন, ২ কেজি আলু ও এক প্যাকেট গরু মাংসের মসল্লা। ৭০টি পরিবারের মাঝে এ ঈদ বাজার বিক্রি করা হয়।
স্বল্প আয়ের মানুষ ৫ টাকায় কোরবানির ঈদের বাজার পেয়ে বেশ আনন্দিত। বাজার কিনতে আসা গৃহবধূ ছালমা খাতুন বলেন, বছরে এক বার কোরবানিতে মংস খাওয়ার সুযোগ হয়। মানুষের বাড়ি থেকে মাংস দেয়। তবে মাংস রান্না করতে দরকারি বাজার কেনার মত টাকা নেই। ৫ টাকায় বাজার পেয়ে আমি খুশি। ছেলে মেয়ে নিয়ে ভালো ভাবেই ঈদ কাটবে।
৫ টাকায় ঈদ বাজার বিক্রয়কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বায়েজিদুর রহমান, সংগঠনটির সভাপতি ডা: মো. মিরাজুল ইলাম মিরাজ, সাধারণ সম্পাদক মো. রেদোয়ান রাকিব প্রমূখ।
বাউফল বয়েজ ০৮ পাবলিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজুল ইসলাম বলেন, আমরা একটি অরাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা সংস্থা থেকে আমরা কোনো ধরনের ডোনেশন গ্রহণ করি না। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। আমরা চাই আমাদের দেখে বাউফলের সিনিয়র জুনিয়র ভাইরা এরকম উদ্যোগ গ্রহণ করুক। যাতে করে ভালো থাকে আমাদের বাউফলের সুবিধাবঞ্চিত পরিবারগুলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত