অসহায়দের মাঝে ‘পাউ হাং ম্যানেজম্যান্ট’র শীতবস্ত্র বিতরণ

মো. রিয়াজ উদ্দিন: চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ হালিশহরে ৩০০ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকালে সিডিএ বালুর মাঠ সংলগ্ন আল-মোস্তফা মাদ্রাসার সামনে ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজ্বী মো. আসলামের সমন্বয়ে তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এসময় বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট (কেইপিজেড) পরিচালনা কমিটির পক্ষে অতিথি ছিলেন এডমিন (প্রশাসন) লিয়ন, অপারেশন ম্যানেজার হেলান,এইচ আর ম্যানেজার নাঈম। এছাড়াও ফ্যাক্টরির পক্ষে শামীম আহমেদ, রাশেদুল আমিন, ইপিজেড থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জাহিদ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. আক্কাস উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. হারুন উর রশীদ, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইফতেখার আলম।

শীত বস্ত্র বিতরণ শেষে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুর উদ্দিন সাহেব। বিতরণীতে মাদ্রাসার শতাধিক এতিম শিশুদের মধ্যে কম্বল এবং এলাকার দু’শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আগামীতে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য-শিক্ষা ও বিশেষ ফান্ডের আওতায় দুঃস্থ অসহায়দের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পাউ হাং ম্যানেজম্যান্ট কর্তৃপক্ষ।