এখলাছ উদ্দিন
ঢাকা কলেজের অধ্যাপক ও দক্ষিণ ছাত্রাবাসের প্রভোস্ট আনোয়ার মাহমুদকে ‘আটকে রেখে হেনস্তা’র অভিযোগে ছাত্রদলের একাধিক নেতাকে বহিষ্কার করা হলেও সেই শিক্ষক বলেছেন, কলেজে তাকে আটকে রাখা বা হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।
তিনি বলেন, একজন শিক্ষক হিসেবে আমার মিথ্যা বলার কোন সুযোগ নেই। সেদিন আমাকে হেনস্তার কোনো ঘটনা ঘটেনি। ছাত্ররা আমার কাছে হলের সিট চেয়েছিল। আমি বলেছি, আমার সিট দেওয়ার ক্ষমতা নেই। এখন ডিপার্টমেন্ট থেকেই সিটের জন্য সুপারিশ দেওয়া হয়। সেই অনুযায়ী ছাত্রদের জন্য সিট বরাদ্দ করা হয়। এসব নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। আটকে রেখে হেনস্তার বিষয়টি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।
অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আমাদের ছাত্র সাজ্জাদ হোসেন জেমিনের সাথে আমার পরিচয় আগে থেকেই রয়েছে। সে ভালো ছেলে। সে বা অন্য কেউ আমার সাথে কোন ধরনের বেয়াদবি বা হেনস্তা করেনি। আমাকে আটকে রেখে হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।
[caption id="attachment_36934" align="aligncenter" width="1200"] শিক্ষককে হেনস্তার অভিযোগে পদ সাময়িক স্থগিত এবং বহিষ্কার হওয়া ৪ ছাত্রদল নেতা[/caption]
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ঢাকা কলেজের হলে শিক্ষার্থীদের সিট দেওয়ার বিষয় নিয়ে প্রভোস্ট ও শিক্ষক আনোয়ার মাহমুদকে ছাত্রদল নেতারা আটকে রেখে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন জেমিন এবং সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবুকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর একই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের দুই সহ-সম্পাদকের পদ স্থগিত করা হয়। ঢাকা কলেজ শিক্ষার্থীদের দাবি, কলেজ ছাত্রলীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় শিক্ষক হেনস্তার ভুয়া খবর ছড়ায়। সেই ঘটনার বিস্তারিত জানাতে গিয়ে শিক্ষক আনোয়ার মাহমুদ জানালেন, সেদিন তাকে আটকে রেখে হেনস্তার কোনো ঘটনাই ঘটেনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত