বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় মাদক চোরাচালানকারীর সাথে সংঘর্ষে ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত এবং র্যাবের সদস্য আহত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়,সোমবার (১৪ নভেম্বর) র্যাব এবং ডিজিএফআইয়ের মাদক বিরোধী যৌথ অভিযানকালে চোরাচালানকারী সন্ত্রাসীদের সাথে বান্দরবন জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানীদের গুলিতে দায়িত্বরত ডিজিএফআই এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) শহীদ হন। এই ঘটনায় একজন র্যাব সদস্য আহত হন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত