গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৪৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৬২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ২১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ২১ হাজার ৮৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগী ১৬ হাজার ৩৪৭ জন, ঢাকার বাইরে ৫ হাজার ৫২৩ জন। অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ১৯ হাজার ৩০৩ জন। এরমধ্যে ঢাকায় মোট ১৪ হাজার ৪৮০এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪ হাজার ৮২৩ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত