বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দুই দিনে প্রায় ৫৩ হাজার ব্যাগ ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্যালাইন আমদানি করা হয়েছে। স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন এবং রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল।
বাসস’র প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে। পরবর্তীতে চাহিদা বাড়লে আমদানির পরিমাণ বাড়তে পারে। স্যালাইন আমদানিকারকের প্রতিনিধি কাজল জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল গতকাল জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করনের সহযোগীতা করছে বন্দর কর্তৃপক্ষ।