রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টে’ লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মোট ৪৬ জন মারা গেছেন। এরমধ্যে ৮ জনকে সনাক্ত করা যায়নি। এছাড়া আহত ১২ জনের মধ্যে কেউ শঙ্কামুক্ত না। প্রধানমন্ত্রী সার্বিক খোঁজখবর নিচ্ছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রেস্টুরেন্টটিতে আগুন লাগে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনের এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত