বাউফল প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মো. জহিরুল ইসলাম (৫০) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জহিরুল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মো. হারেজ মিয়ার ছেলে ও উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এস ফয়সাল আহম্মেদ বলেন, গত কয়েকদিন ধরে জহিরুল জ্বরে ভুগতেছিলেন। শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জহিরের শারীরিক অবস্থা দেখে লাইফ সাপোর্টে রাখলে শনিবার ভোর ৪ দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। শনিবার বিকাল ৫টায় মরহুমের জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যুবলীগ নেতা জহিরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, স্থানীয় সাংসদ সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মিশু প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত