রিয়াজ উদ্দীন: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা হামিদ আলী টেন্ডল বাড়ি রোডস্থ বহুতল ভবনের পিছনে ড্রেন থেকে কিশোর মোঃ আবদুল্লাহর (১৩) বস্তাভর্তি ও হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ফোনে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ থানা এনে মর্গে পাঠানোর উদ্যোগ নিয়েছি। অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া পরিবারের দাবি অনুযায়ী মুক্তিপণের অভিযোগটি প্রযুক্তির সহায়তায় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, লাশ উদ্ধারের সময় বস্তাভর্তি ও হাত-পা বাধা ছিল নিহত কিশোরের। সে বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামের মোঃ মাহমুদ তালুকদারের ছেলে। কিছু কিশোর-যুবক থানা এলাকার তালতলা থেকে ইপিজেডের ব্যাংক কলোনি রোড পর্যন্ত গ্রুপিং করছে। সেই গ্রুপিংয়ের জন্যও এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরো অপরাধটি পুলিশের স্বচ্ছ তদন্ত হলে বেরিয়ে আসতে পারে।
বন্দর এসি মোঃ শরিফুজ্জামান গণমাধ্যমকে বলেন, এই ঘটনাটি সুষ্ঠু তদন্তের জন্য চারটি সংস্থা কাজ করছে এবং অতি দ্রুত আসামিকে গ্রেফতার করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত