রিয়াজ উদ্দিন
চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারের আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আজ শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ছাড়া আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন—সাতকানিয়ার পশ্চিম গাটিয়ৈডেঙ্গা এলাকার সামশুল আলমের ছেলে রিয়াজুল ইসলাম (৪৫), একই এলাকার মিঠা মিয়ার ছেলে সাহেদ আলম (২০) এবং আরেকজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জানান, রাত দেড়টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
মোহাম্মদ আলী বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটে বাতাস চলাচলের সুযোগ না থাকায় আগুন নেভাতে সময় লেগেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে।’
রেয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুনের নেভানোর কাজ করে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত