চট্টগ্রাম ব্যুরো অফিস
চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানাধীন নুরনবী মেম্বার গলিতে অহরহ কুকুর হত্যা করেন মাসুদ পাটোয়ারী নামক এক ব্যক্তি। প্রতিদিন কুকুর নিধন করা যেন তার নেশা। পরিবেশবিরোধী এ কাজে বাধা দেয়ায় তিনি এখন যেন পাগলের মতো আচরণ করছেন। এমনকি স্থানীয় সাংবাদিক রিয়াজ উদ্দিনকে তিনি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন স্থানীয় ওই সাংবাদিক। জিডি নং- ১৩৬৫, তারিখ: ২৮-৬-২০২৪।
জিডি সূত্রে জানা যায়, অভিযুক্ত মাসুদ পাটোয়ারী দুষ্ট প্রকৃতির বেকার। পূর্ব শত্রুতার জেরে সে সাংবাদিক রিয়াজ উদ্দিনকে দেখা মাত্রই গালিগালাজ ও হুমকি দিতে থাকে। মাসুদকে বারবার নিষেধ করা স্বত্তেও সে খারাপ আচরণ করে হুমকি দেয়। এজন্য বিষয়টি নিয়ে থানায় জিডি করা হয়।
পূর্ববর্তী আরেকটি অভিযোগে জানা যায়, নিরীহ প্রাণী কুকুর হত্যা করে বুনো উল্লাস করা মাসুদ পাটোয়ারীর একটি নেশা। তার বাড়ির সামনে ডাস্টবিনে ময়লা খেতে আসলে সে প্রতিনিয়ত একাধিক বাচ্চা কুকুর মেরে ফেলতে থাকে। সেসময় পরিবেশবিরোধী এ কাজে তাকে বাধা দেয়ায় সে সাংবাদিক রিয়াজ উদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দেয়। একইসঙ্গে নানা সময় দুর্ব্যবহার করে।
[caption id="attachment_23880" align="aligncenter" width="741"] পতেঙ্গা মডেল থানায় সাংবাদিক রিয়াজ উদ্দিনের দায়ের করা জিডি[/caption]
সাংবাদিক রিয়াজ উদ্দিন জানান, পরিবেশবিরোধী হত্যাকাণ্ড করতে না দেওয়ায় মাসুদ পাটোয়ারী এর আগেও আমাকে নানাভাবে হুমকি দিয়েছে। সেসময় তার বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছিলাম। তার এসব কর্মকাণ্ড এলাকার বাড়িওয়ালা জমিদারদেরও অবহিত করেছি। কুকুর হত্যা তার কাছে নেশার মতো। কুকুর হত্যা করতে করতেই সে একদিন মানুষ হত্যায়ও দ্বিধাবোধ করবে না। আমি বিষয়টি নিয়ে তাকে বাধা দেওয়ায় সে আমার ওপর ক্ষিপ্ত। সেই জের ধরে আজ সে আমার সাথে বদ্ধ পাগলের মতো আচরণ করছে। প্রতিনিয়ত নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। কয়েকমাস আগেও তার বাসা থেকে মাদক উদ্ধার করা হয়েছে। সে এতটাই খারাপ যে, নিজের বাবার সাথেও দুর্ব্যবহার করে তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে।
অভিযুক্ত মাসুদ পাটোয়ারী বলেন, এলাকায় কুকুরের উৎপাতে আমরা অতিষ্ট। এজন্য আমি কয়েকটি কুকুর মেরেছি সেটা সত্য। তবে রিয়াজ উদ্দিন সাংবাদিক পরিচয় দিয়ে আমাকে কুকুর হত্যা করতে দেয় না। আজ আমি তাকে মোটরসাইকেল সরানো নিয়ে তুই তোকারি করেছি, এটা আমার দোষ ধরতে পারেন। তিনিও আমার সাথে দুর্ব্যবহার করেছেন। থানায় জিডি বা নিউজ হয়ে থাকলে নিশ্চয়ই তদন্ত হবে। তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, সেটা আমিও চাই।
এ বিষয়ে পতেঙ্গা মডেল থানা সূত্র জানায়, ওসি স্যার এ ঘটনা শুনে জিডি নেওয়ার নির্দেশ দিয়েছেন। জিডির পরিপ্রেক্ষিতে তদন্ত করে অভিযুক্ত মাসুদ পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত