নিরাপত্তাবলয় ভেঙে মিরপুরে খেলার মাঠে ঢুকে পড়া ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের সেই ভক্ত রাসেলের জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়া শুনানি শেষে জামিনের এই আদেশ দেন।
আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন- রবি উল্লাহ ও হোসাইন ফরাজি। গণমাধ্যমকে তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, ‘৫ হাজার টাকা মুচলেকায় আদালত জামিনের এই আদেশ দেন।’
রোববার (২১ নভেম্বর) মিরপুর মডেল থানায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার মামলায় রাসেলকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে রোববার সকালে রাসেলকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
উল্লেখ্য, শনিবার মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান খেলা চলাকালে এক দর্শক মাঠে ঢুকে পড়েন। তখন দ্বিতীয় ইনিংসের ১৩তম ওভার চলছে। ওই সময় নর্দার্ন গ্যালারির লোহার প্রাচীর টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তিনি মাঠে গিয়ে মুস্তাফিজের পায়ের কাছে পড়ে চুমু খেতে থাকেন। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকেও তখন মাঠ থেকে তুলে নেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত