রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: একমাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ- সিএমপি বন্দর বিভাগের ইপিজেড থানায় জিডিমূলে ৬০টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে। শুধু ইপিজেড থানার আওতাধীন এলাকা নয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় সেপ্টেম্বর /২০২৩ খ্রিঃ মাসে ইপিজেড থানা এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জিডিমূলে এসব মোবাইল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানার সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে, ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে, ইপিজেড থানার অফিসারগণ তথ্য ও প্রযুক্তির সহায়তায় এসব হারানো মোবাইল উদ্ধার করেন।
উদ্ধারকৃত মোবাইলগুলো পরবর্তীতে প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তর করা হয়।
ইপিজেড থানা সূত্র জানায়, এই মাসে ইয়াবাসহ ১১ জন, গাঁজা সহ ৯ জন, ১৩৮৭ লিটার চোলাইমদ সহ ৮ জন, অসামাজিক কার্যকলাপে ২৮ জন, মহানগর আইনে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ প্রিয়দেশ নিউজ কে বলেন, ইপিজেড থানা কখনোই অপরাধী ও মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হবে না। আইনশৃঙ্খলাসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সুতরাং হারানো মোবাইল উদ্ধারসহ জনগণের সার্বিক জানমাল রক্ষায় আমরা সবসময়ই সচেষ্ট থাকব। সিএমপির দিকনির্দেশনায় আমরা সবসময় যথাযথ দায়িত্ব পালন করে যাবো।