রিয়াজ উদ্দিন, ইপিজেড: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ইপিজেড থানা পুলিশ দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর রাতে চোরেরা ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং আমির আহম্মদ সওদাগরের বাড়ি থেকে মোশারফ হোসেন নামক এক ব্যক্তির ৩ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) ও অফিসার ইনচার্জ, ইপিজেড থানা, সিএমপির নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মহসীন সরদারসহ ইপিজেড থানার অফিসার ও ফোর্সসহ সিএমপির বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত একাধিক চোরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলো- আব্দুল্লাহ মান, পিতা-সাহাবউদ্দিন, থানা- মীরসরাই, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা: জামতলা, ব্যাংকের মাঠ, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম। জাহিদুল ইসলাম জিসান, পিতা-মোঃ মফিজুর রহমান, থানা- লালমোহন, জেলা ভোলা, বর্তমান ঠিকানা: হামজারবাগ ডিশ শফির টিনসেড ভাড়া ঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, সুজুকি জিক্সার মোটরসাইকেলটি চুরি করে তা বিক্রির জন্য অপর মোটরসাইকেল চোর বায়েজিদ বোস্তামী এলাকার ইব্রাহিম হোসেন জিলানের কাছে বিক্রি করে। তখন বায়েজিদ বোস্তামী থানাধীন বকসুনার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মোটরসাইকেল চোর ইব্রাহিম হোসেন জিসানকে গ্রেপ্তার করা হয়। এরপর চুরি হওয়া মোটরসাইকেলের অবস্থান সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত মোটরসাইকেলটি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন পোমরা শান্তিরহাট এলাকার মোটরসাইকেল চোর রুবেল এর মাধ্যমে শান্তির হাট রাঙ্গুনিয়ার মোটরসাইকেল চোর নাজিম উদ্দীনের কাছে বিক্রয় করে বলে জানায়।
পুলিশ জানায়, উল্লেখিত আসামীদের নিয়ে মামলার বাদীসহ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাধীন পোমরা মালিরহাট এলাকা ও সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মোটরসাইকেল চোরদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দেখানো ও মামলার বাদীর সাক্ষ্যমতে চুরি হওয়া মোটরসাইকেলটি রাঙ্গুনিয়া থানাধীন শান্তিরহাট খতিব পাড়ার আহাম্মদ সাফার বসতঘরের পিছনের রান্নাঘরের ভিতর থেকে উদ্ধার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত