বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাংপাকিদের কাছে পাকিস্তানের জার্সি বা পতাকা দেখলেই ধোলাই দেয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। তবে পাকিস্তানি কোনো নাগরিক নিজ দেশের পতাকা বা জার্সি বহন করলে কোনো বাধা দেয়া হবে না।
এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলা শাখা, চট্টগ্রাম মহানগর শাখা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা যৌথভাবে বাংপাকিবধ অভিযান চালাবে। চট্টগ্রামে কোন পাকির ঝাণ্ডা উড়বে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংপাকিবধের ঘোষণা দেয় ‘পাকিস্তানের দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন। সেই ঘোষণা অনুযায়ী ২২ নভেম্বর একাধিক বাংপাকির শরীর থেকে পাকিস্তানের জার্সি খুলে নেয়া হয়। এছাড়া ম্যাচের পুরো সময় বাংপাকিবধের অংশ হিসেবে বিক্ষোভ জানায় এ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ দর্শকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত