পটুয়াখালীর বাউফলে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করেছেন।

মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কালাইয়া বন্দরের শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করা হয়। রথে জগন্নাথ, বলরাম এবং শুভদ্রা দেবীর বিগ্রহ নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সভাপতি অতুল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক উত্তম কুমার কর্মকার, প্রধান উপদেষ্টা শিবানন্দ রায় বণিক, সাবেক সভাপতি কার্তিক চন্দ্র সাহা, উপদেষ্টা দুলাল চন্দ্র কর্মকার, শংকর চন্দ্র সাহা, গোবিন্দ চন্দ্র সাহা, পলাশ কর্মকার, গৌরাঙ্গ মালাকরসহ কয়েক শত সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। শোভাযাত্রা শেষে মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার কর্মকার জানান, রথযাত্রা উপলক্ষে মন্দিরে ৮ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া বাউফলে ইসকন এবং কলেজ রোডের মদন মোহন জিউর আখড়া থেকে শোভাযাত্রা বের করেছেন। ওই সকল মন্দিরেও সপ্তাহব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন।