প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ বলেছেন, ‘কানাডা হচ্ছে খুনি, সন্ত্রাসী ও নাৎসিদের নিরাপদ আশ্রয়স্থল (সেফ হেভেন)।’
মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) বুধবার (২৭ সেপ্টেম্বর) এক পোস্টে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ।
গত ২৩ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম অপইন্ডিয়ায় প্রকাশিত ‘বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে যেভাবে রক্ষা করছে কানাডা’ শিরোনামের প্রতিবেদনটি এক্স পোস্টে শেয়ার করেন সজীব ওয়াজেদ।
ক্যাপশনে তিনি লেখেন, ‘কানাডা খুনি, সন্ত্রাসী ও নাৎসিদের সেফ হেভেন।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত