বোরহানউদ্দিন প্রতিনিধি
হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বোরহানউদ্দিন থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সভাপতি মাওঃআহামদ উল্লাহ আনসারী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার আলম খান,পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শাহবুদ্দিন বাচ্চু, বাংলাদেশ জামায়তে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা মাকসুদুর রহমান, মহিলা দলের আহবায়ক ইসরাত জান বনি, বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক লিটন রক্ষিত,সাধারন সম্পাদক বিল্টু চন্দ্র দাস,বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম এ আকরাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবুল বাশার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বোরনউদ্দিন উপজেলা শাখার সভাপতি রতন দেবনাথ, বৈষম্য ছাত্র আন্দোলনে সম্বায়ক মাহফুজ রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের মতামত প্রদান করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত