সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে দ্বিতীয় দিনের পদযাত্রার কর্মসূচির পালন করবে বিএনপি। আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়িতে শেষ হবে এই পদযাত্রা। অপরদিকে, পাল্টা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবারও দুদলের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। এতে জেলায় জেলায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে কুড়িল বিশ্বরোড, রামপুরা, নতুন বাজার, মালিবাগ রেললাইন হয়ে খিলগাঁও, সায়েদাবাদ হয়ে যাত্রাবড়িতে গিয়ে শেষ হবে বিএনপির পদযাত্রা। এ বিষয়ে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রথম দিনের সফল কর্মসূচি পালনের পর দ্বিতীয় দিনেও কর্মসূচি পালন করা হবে কাল। এদিনও প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
আওয়ামী লীগের কর্মসূচি
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামীকাল বুধবার (১৯ জুলাই) শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে শান্তি সমাবেশ হবে। এরপর সেখান থেকে মহাখালী পর্যন্ত শোভাযাত্রা করবে তারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যাত্রাপথ: সাতরাস্তা– তিব্বত– নাবিস্কো– মহাখালী বাস টার্মিনাল।