শাহজাহান সোহেল, পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় জেলা শাখার অধীনে ৪নং কামাতকাজল দীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধা ৭টায় গলেহা বাজার রফিকুলের মিল চাতাল মাঠে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাহেব আলীর সভাপতিত্বে ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান বাঁধন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহামুদার রহমান মাহবুব।
প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন তাপস, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপি যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ আদম সূফী, সদর উপজেলা বিএনপির আহবায়ক, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং কামাতকাজল দীঘি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আমিনার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান তাজ, দপ্তর সম্পাদক মোঃ বদরুদ্দোজা প্রধান বাধন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আলী প্রমুখ।
৪নং কামাতকাজল দীঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সভাপতি- মোঃ মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ- সভাপতি মোঃ সফিউল ইসলাম, মোঃ রেদোয়ান-উল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলিউল আওলাদ প্লাবন, যুগ্ম সম্পাদক লিপন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন ইসলাম।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন তাপস বলেন শুধু নেতা হওয়ার জন্য পদ নিবেন, দরকার নেই ,স্পষ্ট ভাষায় বলছি যারা সাংগঠনিক কাজ করবেন তারাই পদ পাবেন। কারণ সামনের দিনগুলো রাজপথে থাকতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবার আগে থাকবে৷ প্রয়োজনে গুলি খেতেও প্রস্তুতি নিতে হবে। সম্মেলনে নতুন কমিটি কে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।