বাউফল প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে প্রায় ৩০ বছর পর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২জুলাই) সকাল ৯টায় বাউফল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
এতে ৬৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচন হয়েছেন মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান খাঁন ফিরোজ। সাধারণ সম্পাদক নির্বাচন হয়েছেন ভূইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকির হোসেন। তিনি পেয়ছেন ৫৪৯ ভোট। ধানদী বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মহিউদ্দিন সিকদার ৬৯৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচত হয়েছেন।
বিজয়ী সভাপতি কামরুজ্জামান খান ফিরোজ বলেন, ৩০বছর পর স্বচ্ছ ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে। সাধারণ শিক্ষকেরা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সব মিলিয়ে সুন্দরভাবে একটা নির্বাচন শেষ হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালন করেন মো. আমিনুল ইসলাম। তিনি জানান, ১৪শ ৪জন ভোটাদের মধ্য ১২শ ৩৫ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ভোট গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ মাঠে ছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের সজাগ দৃষ্টি ছিল। সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে।