বাউফলে মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, সতেচন নাগরিক ও জেলের নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কালাইয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহবুব আলম তালুকদার। আরও বক্তব্য রাখেন সাংবাদিক শিবলী সাদেক, কালাইয়া ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা ও আলতাফ হোসেন তুহিন প্রমূখ।

বক্তারা বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।