আব্দুর রহমান নোমান, ভোলা জেলা প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার সকালে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগ, লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় শাওন ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে গ্রেনেড হামলায় নিহতদের খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহ জামাল দুলাল প্রমুখ।